fbpx
একটি অগোছালো কক্ষে লাল পর্দা, দেওয়ালে গ্রাফিতি, ছড়ানো পোস্টারে মেরিলিন মনরো, কিছু বই, কোণে অর্ধেক ম্যানিকিন, আর বিছানায় পাশাপাশি শুয়ে আছে তিনজন শর্টস পরা পুরুষ।
ফটো: তানভীর চৌধুরী

যৌবন তামাতামা/ তানভীর চৌধুরী

তুমি অদিতি ইসলাম। তুমি একটা ফোক-রক ব্যান্ডের ম্যানেজার। তুমি অ্যামেরিকা চলে যাবে স্বামীর কাছে। তোমার বন্ধুরাতো রয়ে যাবে এই পিতলা বাংলায়। তাদের শানে তুমি আয়োজন করেছো একটা মেহফিল। তুমি আমন্ত্রণ জানিয়েছো ঢাকাইয়া মিড-আর্ট ইন্ডাস্ট্রির কুতুব, আবদাল ও আশেকানদের। একে একে সবাই আসতে শুরু করেছে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড সানিদের উস্তাদ তানভীর এখনো আসছে না। 

তুমি তানভীর। ছাপড়িদের সাথে যখন তুমি নেশা করো তোমাকে একদম অরিজিনাল ছাপড়ির মতোই লাগে। যখন তুমি বড়লোকের কন্যার সাথে প্রেম করো তোমাকে মনে হয় গানপাউডার এম্পায়ারের কোনো প্রিন্স। কিন্তু তোমার চাইনিজ ফোন বেজে উঠে। অদিতির কল। অদিতি তোমাকে পার্টিতে যেতে তাড়া দেয়। তুমিতো যেতেই চাও। কিন্তু গ্রামবাংলা থেকে এসেছে তোমাদের এক্স-চাষার ছেলে কাম তোমার ছেলেবেলার বন্ধু সুলেমান। সুলেমানকে রেখে তুমি কিভাবে যাবা? কিন্তু নাছোড়বান্দা অদিতির কথায় সুলেমানকে সাথে করেই তুমি ধানমন্ডি থেকে একটা সিএনজি নিয়ে রওনা হয়েছো নিকেতনের দিকে। যেখানে পার্টি শুরু হচ্ছে। রনির অফিস কাম বাসায়। 

তুমি ওয়াহিদ রনি। তোমার পুরা নাম জানি না। দেশভাগের সময় তোমার বাবারা চলে এসেছিলো পূর্ব বাংলায়। তুমি সাউন্ড ইঞ্জিনিয়ার নাকি সিনেমার আর্ট ডিরেক্টর? ঠিক জানি না। তোমাকে আমরা চিনি সফটকোর-বামপন্থী ও সেমি-হিট গায়িকা সুমু আফরোজের এক্স-জামাই হিসাবে। এখনো সুমুর জন্য তোমার শিরায় শিরায় রক্ত। তুমি ছেড়ে এসেছো মরফিন প্রজাতন্ত্র। তোমাকে অদিতি এসে বলে একটু পরে তানভীর আসবে। ছাপড়ি তানভীর আসবে জেনে তোমার মেজাজ নষ্ট হয়। ছোটলোকগুলা সব জায়গায় ঢুকে যাচ্ছে। তুমি অদিতির উপর রাগ করতে জানো না। কোনো মেয়ের সাথেই তুমি রাগ করতে জানো না। একে একে এসে পড়েছে তোমাদের বন্ধুরা। তাদের মধ্যে অনেকেই আছে যাদেরকে এই জাতি চিনে। ফলে তাদের নাম নেয়া যাচ্ছে না। 

নাম না জেনেই এই দুনিয়ায় ঢুকে পড়ো যেখানে অভূতপূর্ব একটা সন্ধ্যা নামছে। এইটা শ্রমজীবিদের বাড্ডা না, না এইটা শিল্পপতিদের গুলশান। এইটা নিকেতন আবাসিক এলাকা। এইখানেই পার্টিটা হচ্ছে। লেকের ঐ পারে বুর্জোয়া গুলশান থেকে আসছে একটি দূর্লভ চোরাচালান। ষাট বছরের পুরানো হুইস্কির বোতল আরো দূরে ছিঁচকে বাড্ডা থেকে আসছে মারফতি দেশাল পট যাকে গরীবেরা ডাকে সর্বহারার এসি বলে। নিকেতনের এক নাম্বার রোডের একটা বাড়ির সামনে এসে থামে সবুজ সিএনজি। সিএনজি থেকে নামছো তোমরা- তানভীর ও সুলেমান। 

তুমি সুলেমান। তুমি গ্রাম বাংলা। তুমি কওমি মাদ্রাসা। তুমি দাড়ি টুপি। তুমি সিল্কের জোব্বা। তোমাকে লিবারেলরা মোল্লা বলেই ডাকে। তুমি জীবনে একটা বিড়ি খাও নাই। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাও নাই। তুমি তাহাজ্জুদ পড়ো। কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড লিবারেল তানভীর। তুমি হয়তো তানভীরের বেস্ট ফ্রেন্ড না। কিন্তু তানভীরকে যখন বললে ঢাকা আসবে তানভীর তোমাকে বলে বাসে উঠে পড়তে। ঢাকায় এসে শুনলে আজ সন্ধ্যায় তানভীরের একটা পার্টি আছে। তানভীর তোমাকে আমন্ত্রণ জানাতেই তুমি রাজি। তুমিতো ভিন্ন সংস্কৃতি জানতে চাও। তুমি দেখতে চাও লিবারেলরা এই জীবন লয়ে কী করে! তুমি বন্ধু তানভীরের সাথে দাঁড়িয়ে আছো রনির বাসার দরজায়। দরজা খুলে দেয় রনি। তুমি প্রবেশ করছো। তানভীর সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেয়। তুমি সবাইকে সালাম দিতে দিতে এগিয়ে যাচ্ছো। অদিতির সাথে তোমার পরিচয় হয় এবং তোমাকে দেখে সে তব্দা খায়। রনি ভ্রূ কুঁচকায়। আমিরুল ব্যাঙ্গ করে হাসে। তোমার উপস্থিতি যে কেউ সহ্য করতে পারছে এইটা কি তোমার হীনমন্যতা থেকে আসা ভুলভাল চিন্তা? নিশ্চিত হতে তানভীরের কানে কানে জিজ্ঞাসো-

কি হচ্ছে বলোতো তানভীর? তোমার বন্ধুরা কি সুলেমানকে দেখে আল-কায়েদা ভাবছে? তোমার রাজনৈতিন অবস্থান সম্পর্কেওতো তোমার বন্ধুরা নিশ্চিত না। কখনো মনে করে তুমি সাঈদ কুতুব করো। কখনো ভাবে অ্যান্ডি ওয়ারহোলের লাইন। তোমাকে অদিতি এসে ইশারায় ইঙ্গিতে কি যেনো বুঝায়। তোমাকে বলে যে তারা সারা রাত এইখানে থাকবে না। তারা ডিনার করে বের হয়ে যাবে। অদিতি তোমাদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলে। তুমি বুঝে ফেলেছো যে আসলে সুলেমানের উপস্থিতি কেউ নিতে পারছে না। তাই তোমাকে আসলে অদিতি বলতে চাইছে তাড়াতাড়ি ডিনার করে দুই/তিন পেগ খেয়ে যেনো তোমরা চলে যাও। তোমার মেজাজ খারাপ হয়। তুমি আবার সুলেমানকে বুঝতে দিতে চাও না যে তারা সুলেমানকে ঠিক পছন্দ করছে না। তোমার কথা শুনেই কিন্তু সুলেমান একদম চিল। 

ষাট বছরের পুরানো মদের বোতল ঘিরে বসেছে তানভীরের বন্ধুরা। সবাই খুব উত্তেজিত। কিন্তু গোল বাঁধে বোতল খোলা নিয়ে। কে এই বোতল খুলবে? কে এই পার্টির মূল কুতুব। রনি? অদিতি? কিন্তু তুমি আমিরুল থাকতে এইখানে আর কে সেন্টারে থাকবে!। তুমি পাঠশালা ইন্সটিটিউটের অল্প জলে গভীর সাঁতার। তুমি মদের বোতলের নিয়ন্ত্রণ নাও আর জানাও যে এইটা নকল মদ। রনি চেক করে দেখে জানায় যে এইটা মোটেও নকল মদ না। তুমি আমিরুল, তুমি রনি বিতর্ক করতে থাকো। কিন্তু তুমিতো রনি একটা। তোমার কথা হলো ভেজাল হলেও এই মদ তুমি খাবে। তুমি কর্ক খুলে ডিরেক্ট বোতলে চুমুক দিয়ে দুইটা ঢোক দাও। সবাই তাকিয়ে আছে রনি মরে টরে যাচ্ছে কিনা। না রনি মরছে না। সুতরাং এই মদ ভেজাল না। একে একে সবাই মদ খেতে শুরু করে। তুমি আমিরুল খাবে না। তুমি তোমার জন্য আনানো মারফতি গুল্ম রোল করে জয়েন্ট বানাও। তোমাকে ঘিরে ধরছে তোমার গাঞ্জুট্টি বন্ধুরা। 

তুমি তানভীর গাঞ্জা খাও না। কয়েক পেগ মেরে তোমার বন্ধু সুলেমানের কাছে যাও। সুলেমান একদম চিল। সে লিবারেলদের কান্ড-কীর্তি দেখে খুব আমোদ পায়। সে কিছুক্ষণ আগে ঢাকার এক নাম্বার কাচ্চি খেয়েছে। এখন খাচ্ছে পেপের ঠাণ্ডা জুস। মদ খায় না বলে নাকি অদিতি আনিয়েছে। পার্টি জমে উঠেছে। একটার পর একটা গান চলছে- সিগারেট আফটার সেক্সের অ্যাপোকেলিপস থেকে হাবিব ওয়াহিদের বন্দে মায়া লাগাইসে। সুমু আফরোজের এক্স-জামাই রনি আস্তে আস্তে তূরীয় দশায় পৌঁছে যাচ্ছে। রনির মাথা নষ্ট হচ্ছে। এইটা সে ঢালবে কোথায়। এদিকে তাকাচ্ছে সে। রনি হঠাৎ তেড়ে আসছে তোমাদের দিকে। রনি তোমাকে বলে এক্ষুনি তোমার বন্ধু সুলেমানকে নিয়ে বের হয়ে যেতে। তুমিতো গোঁয়ার। তুমি বের হবে না। তোমাকে সানি এসে বুঝায় যেনো বের হয়ে যাও। তুমি বের হয়ে যাও।

তুমি সানি। এলিফ্যান্ট রোডের পাপীদের সম্রাট। তুমি তানভীরকে ওস্তাদ মানো। ওস্তাদকে যে বের করে দেয়া হয়েছে এইটা নিয়ে তোমার মন ছটফট করে। তুমি অদিতিরে সেই কথা বলো। অদিতি তোমারে বলে যে এইসব মাথা থেকে ফেলতে। তুমি আস্তে করে ফেলে দাও। সবকিছুর পর এক সময় পার্টি শেষ হয়ে আসে। সবাই ক্লান্ত। মদের ঘোরও কমে আসে। আস্তে আস্তে ভোর হচ্ছে। রনি অদিতিকে তাড়া দিচ্ছে আস্তে আস্তে সবাইকে বের করে দিতে। সবাই আস্তে আস্তে তৈরি হয় বের হয়ে যেতে। হঠাৎ রনি দেখে তার ল্যাপটপের ওয়‍্যারলেস মাউসটা পাওয়া যাচ্ছে না। রনি নিশ্চিত যে কেউ না কেউ এটা চুরি করেছে। রনি সবাইকে দাঁড় করিয়ে একে একে সবার ব্যাগ চেক করে। অদিতির মনে হতে থাকে রনির বাসায় পার্টি করাটা ভুল কাজ হয়েছে। তার সব অতিথিকে অপমান করা হচ্ছে। অদিতির মনে হয় এইগুলা সব তার কর্মফল। তানভীর ও তার বন্ধুটাকে বিদায় করে দেয়া ঠিক হয় নাই।  

হয়তো অন্য গল্পের মতোই মাউসটা পাওয়া যায় কোনো সোফার কোনায় বা রনি নিজেই লুকিয়ে রেখেছিলো। হয়তো অদিতি সকাল সকাল চলে যায় তোমার বাসায়। তানভীর ও তোমার বন্ধুর কাছে ক্ষমা চায়। হয়তো মাউসটা আসলে তুমিই নিয়ে চলে এসেছিলে। অদিতি চলে যাবার পর হয়তো তুমি মাউসটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দাও বাইরে। 

তানভীর চৌধুরী: লেখক এবং ফিল্মমেকার।প্রচারিত শর্টফিল্ম: ডিয়ারট্রটস্কি, এবং এসো সুসংবাদ এসো

অপ্রকাশিত বই: অল ঘোড়া কন্ট্রোল, উপন‍্যাস, লেখা সমাপ্ত হয়েছে ২০১৫সালে

কাভার ছবি: তানভীর চৌধুরী