“একটা অ‍্যাপ তৈরির পেছনে পরিকল্পনা থাকে যেভাবে, একটা কবিতা, গল্প লেখার ক্ষেত্রে ঠিক সেই ধরনের পরিকল্পনা করি আরকি।”

কাজল শাহনেওয়াজের সঙ্গে আড্ডা/ পর্ব ২ একটা ফর্মাল-ইনফর্মাল মিক্সড আড্ডা, শামীমা বিনতে রহমানের সঙ্গে। 🙂   কাজল শাহনেওয়াজ ওরফে কাশা গত পর্ব মানে কাজল শাহনেওয়াজের সঙ্গে আড্ডা – ১ শেষ করসিলেন গত শতকের আশির দশকে তখনকার স্বৈরাচার নামে খ‍্যাত এরশাদ সরকারের সেনা শাসনের দিনগুলিতে দপ করে বিশ্ববিদ‍্যালয় ছুটি হয়ে গেলে বিবাহিত আইডেন্টিটিঅলা নারী প্রেমিকার কাছে তার চলে যাওয়ার গল্প দিয়া। দুই ছোটগল্পের বই কাছিমগালা এবং গতকাল লাল নিয়ে কথাবার্তা শুরু হৈলেও সেইটা নানা, বিভিন্ন গন্তব‍্য অগামি অলিগলিতে ঢুকে পড়ে। এই … Continue reading “একটা অ‍্যাপ তৈরির পেছনে পরিকল্পনা থাকে যেভাবে, একটা কবিতা, গল্প লেখার ক্ষেত্রে ঠিক সেই ধরনের পরিকল্পনা করি আরকি।”